Nothing Especial....
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জনগণকে জিম্মি করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে ১৮-দলীয় জোট।এ সময় বিরোধীদলীয় নেতার বাসায় পানি-গ্যাস ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করে তিনি বলেন, ‘তবে খালেদা জিয়ার বাসায় বিশেষ একধরনের পানি বন্ধ করে দেওয়া হয়েছে।হরতালের কারণে ওই একধরনের পানি তাঁর বাসায় যেতে বাধাগ্রস্ত হচ্ছে।এ জন্য আমরা দায়ী নই।’
বনমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি অতীতের তুলনায় খালেদা জিয়াকে আরও পরিপাটি দেখাচ্ছে।তাঁর বাসায় যদি পানি, খাবার ও গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হতো, তাহলে কি তাঁকে এমন পরিপাটি দেখাত! হরতালকে কেন্দ্র করে সারা দেশে ঘৃণিত সন্ত্রাসী বেড়ে যাওয়ায় খালেদা জিয়ার বাড়িতে শুধু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।