তার প্রথম পরশ লাগে, শিহরণে জাগে রোমকূপ
আবেশে শরীর জুড়ায়, থরথর উদ্ধত বুক
অচেনা দ্বীপের নেশায় ছুটে চলে মুগ্ধ নাবিক
তুমিও মাতাল তরী, ভুল-ভাল জানা নাই ঠিক।
ঢেউ জাগে ঢেউ ভাঙ্গে, রেখে যায় ফেননিভ সুখ
আনত চোখের তারায় অনাবিল রস উন্মুখ
কুড়িটি আঙ্গুল যেন কথা কয় কুহক ভাষায়
এত ভাব জমা ছিল-জ্যামিতির বিবিধ ধাঁধায়!
২.
মুদ্রার বিপরীত পাশে সেইক্ষণে হাহাকার খুব
হেমলক তৃষ্ণা মেটায় শয্যার শূন্য অসুখ
যে সূর্য জীবন ছড়ায়, একপাশে সোনালী বরণ
বিপরীতে কেন থাকে তার আঁধারের বন্ধ্যা ক্ষরণ?
(বেশ কিছুদিন আগে কবিতাটির প্রথম কয়েক লাইন প্রকাশিত হয়েছিল ব্লগে। কবিতাপ্রেমীদের উৎসাহব্যঞ্জক সাড়া আমাকে বাকীটুকু লিখতে উৎসাহিত করে। আশা করছি পুরো কবিতাটি সবার ভালো লাগবে।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।