http://www.facebook.com/Kobitar.Khata
''বাসর রাত। '' প্রত্যেক মানুষের চির আকাঙ্খিত রাত। একজন মানুষের জীবনে শতশত রাত আসে। কিন্তু এই রাতটি নিশ্চয় সবচে উজ্জ্বল ব্যাতিক্রম।
জীবনে এখনো এই রাতটি আসেনি।
কিন্তু এই রাতটি নিয়ে ভাবনা আছে প্রচুর। সেই সাথে আছে কৌতুহল ও ভীতি।
ছোটকাল থেকেই একটি কথা অনেকবার শুনেছি, তা হলো ''বিয়ের রাতে বিড়াল মারতে হয়। '' কিন্তু এই কথাটির মর্মার্থ এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। তবে এখন পর্যন্ত যে অর্থটি ধারণা করতে পারি তা হলো এই কথা দ্বারা সম্ভবত প্রথম মিলনের কথা বোঝানো হয়।
প্রথম মিলনে একজন পুরুষ তার স্ত্রীকে তার সু-পুরুষত্ব প্রমান দিতে পারাকে হয়তো ''বিয়ের রাতে বিড়াল মারা'' কথাটি দ্বারা বুঝায়। সেই পুরুষ একে হয়তো গৌরব ভাবে।
আসলেই কি তাই? প্রথম রাতেই কি বিড়াল মারতে হয়? এটাকে তো আমার কাছে বরং বর্বরতা মনে হয়।
আমি যখন চিন্তা করি আমার সাথে কোন অচেনা মেয়ের বিয়ে হবে, আর আমাকে প্রথম রাতেই বিড়াল মারতে হবে তখন আমার কেন জানি গা গুলিয়ে উঠে, ঘেন্না লাগে। ভালোবাসাহীন যৌনতাকে আমার কেন জানি খুব বীভৎস মনে হয়।
একটি অচেনা অজানা মেয়েকে বাসর রাতে এক ঘরে ঢুকিয়ে দেয়া হবে আর এক রাতেই তার সাথে আমার ভালবাসা হয়ে যাবে এটা আমার কাছে অসম্ভব মনে হয়। একজন মানুষের সাথে মোটামুটি ভাবে পরিচিত হতেই তো ২/৪ দিন লেগে যাওয়ার কথা। মোটামুটি পরিচিত হলে, দুজনের প্রতি দু'জনের অনুরাগ জন্মালে ''বিড়াল মারাটা'' কি যুক্তিযুক্ত নয়?
আমাদের দেশে বিয়ের রাতে বিড়াল মারাটা একটি রেওয়াজে পরিনত হয়েছে সম্ভবত। মেয়ের দাদী, খালা, চাচীদের অপার কৌতুহল থাকে মেয়ের ''বাসর রাতে বিড়াল মারা'' নিয়ে। ''বাসর রাতে বিড়াল মারা'' না হলে হয়তো তারা ছেলেটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।
আর এটাই কি একটি ছেলেকে বাসর রাতে বিড়াল মারাতে উৎসাহিত করে কিনা ভাববার বিষয়।
মোটকথা বাসর রাতকে চির স্মরনীয়, চির আনন্দময়, চির আলোকিত করে রাখতে হলে আসলে কি করা উচিৎ? কোনটি সঠিক পথ? অনেক ভেবেও জবাব গুলো মেলাতে পারলাম না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।