আমাদের কথা খুঁজে নিন

   

চালের গুড়ার বস্তায় পলিথিন পরিবহণ

রোববার গভীর রাতে কোতোয়ালী থানাধীন গোলাম রসুল মার্কেট এলাকা থেকে ৭০ বস্তা পলিথিন জব্দ করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক হারুন অর রশিদ পাঠান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে বোঝাই পলিথিনের বস্তাগুলো আটক করা হয়। ট্রাকের চালানে লেখা ছিল ৭০ বস্তা চালের গুড়া।
এঘটনায় ট্রাকচালক হাছান আলী (৩০) ও তার সহকারী জাকারিয়াকে (১৯) গ্রেপ্তার করা বলে জানান হারুন।
তবে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে পলিথিনের মালিক ও প্রস্তুতকারক কারখানার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুসারে জব্দ করা ১০-১৫ মাইক্রনের পলিথিনগুলোর উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ।”
এঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান এই পরিদর্শক।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।