বিবিধ কারণে এবার ধানের ফলন আশানুরুপ হয়নি।
এর প্রধান কারন ছিল কৃষকের সময় মত সার না পাওয়া।
যা ছিল এ সরকারের চরম গাফিলতি। তারা এ সময় ব্যসথ ছিল কীভাবে
মাইনাস টু ফরমুলা বাসতবায়ন করা , তথাকথিত দূর্নীতিবাজদের প্রিজনে নেয়া , তাদের ক্ষমতার সময়কে কীভাবে দীর্ঘায়িত করা যায়।
যার কোন প্রয়োজন ছিল না।
তারা ভাবতে পারেনি দেশের কী অবসথা হতে যাচছে। আর তারা ভাবার চেষটা করেনি।
এর ফলে চালের দাম অকলপনীয় বৃদধি পাবার পর সরকারের উপদেসঠা বলতে বাধ্য হন এ সরকারের এ বিষয়ে করার কিছু নেই।
এ ছিল ধ্রুব সত্য।
সরকার এ বিষয়ে উদো্যগ নিয়েছে।
কিনতু চালের দাম কমাতে পারছে না। কীভাবে কমাতে হবে সেরকম বুধিব কী সরকারের আছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।