আমার ব্যক্তিগত ব্লগ
খুব ছোটবেলা থেকেই আমি বাচ্চা সামলে আসছি। আমার ৬ বছর বয়সে আমার কয়েকমাসের বোনকে আমার কাছে রেখে আম্মা চাকরীতে যেতেন। যখন প্রথম ভাগ্নে হলো, তখন আমি মাত্র চাকরীতে জয়েন করেছি। তামিমকে (আমার প্রথম ভাগ্নে) কোলে নিয়ে ঘরে কম্পিউটারে কাজ করেছি। কিছুদিন আগে দিয়াকে (আমার ছোট বোনের মেয়ে ৪ মাস বয়স) নিয়ে কাজ করেছি।
ও মনোযোগ দিয়ে মনিটরের দিকে তাকিয়ে থাকে।
শুধু পারিনা আমার কম্পিউটার বিজ্ঞানী ছেলেকে নিয়ে কাজ করতে। এখন বসেছি ওকে নিয়ে, হাতে একটা খেলনা দিয়ে, তাও ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। প্রায় হাত দিয়ে কী বোর্ডে কোন কীতে চাপ দিয়ে দিচ্ছে। আরক্স ননস্টপ কথা বলে যাচ্ছে।
মাঝে মাঝে খেলনা ফেলে দিচ্ছে, আমাকে কুড়িয়ে এনে দিতে হচ্ছে, সেইফাকে কী বোর্ডে কয়েকটা কী প্রেস করে দিচ্ছে। টেবিলে খেলনা দিয়ে বাড়ি দিচ্ছে। এই শান্ত ছেলেকে মানুষ করতে হবে বলেই আল্লাহ আমাকে ছোট বেলা থেকেই এতো ট্রেনিং দিয়েছেন। এখন বলছে, ওর খেলনা ভর্তা হয়ে গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।