আমি একজন নতুন ব্লগার। তাই কি লিখব আর কি লিখব না ভাবছি।
প্রথমে একটি কবিতা লিখছি ভালো লাগলে জানাবেন।
আমি ক্লান্ত
আমি ক্লান্ত এক শিশু ,
অন্য শিশুর হাতে খেলনা দেখে
বায়না ধরে ছিলাম ,
আমার-ও ঠিক ঐ-রকমই
একটা খেলনা চা-ই চাই।
অনেক কেঁদেছি,অনেক গড়াগড়ি
খেয়েছি, ধূলার উপরে।
আমি ক্লান্ত এক শিশু ,
সেই খেলনা আমার এখনও মেলেনি।
পরিবর্তে খেয়েছি অনেক প্রহার,
ধূলাই লুটিয়ে ডুকরে ডুকরে
অনেক কেঁদেছি, কাঁন্না থামেনি আমার।
আমি ক্লান্ত এক শিশু ,
অবশেষে পেলাম সেই খেলনা,
তবে খেলার সময় ছিলনা,
আগের মতো আর লোভ
ছিলনা। ছিলনা তার
প্রতি আগের মতো মায়ামমতা।
আমি ক্লান্ত এক শিশু ,
ঘুমিয়ে পড়লাম খেলনা বুকে
ধুলার উপরে ধুলা মেখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।