জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** সেই দূর নীলিমায় কেন জানি শুনি, শুনি কেউ আমাকে ডাকছে। চমকে শোনার চেষ্টা করি, একটানা আমার নাম নিয়ে কেউ ডেকে চলেছে নাহ আমার মনের ভুল ভেবে ঘুমিয়ে যাই । আবার স্বপ্নে দেখি সেই মানুষটি আমাকে নিয়ে। কত খেলা করছে, আমরা রান্নাবাটি খেলছি , আমরা একের পর এক খেলায় মাতোয়ারা। আবার ঘুম থেকে জেগে উঠি বোঝার চেষ্টা করি আমি কি ঠিক আছি নাকি ভুল আছি । সবদিকে তাকাই জুটিরা হাত ধরাধরি করে, ঘুরে বেড়াচ্ছে, একে ওকে আইসক্রীম খাওয়াচ্ছে। আর আমার রাজপুত্র সে কোথায় লুকিয়ে আছে ?? আমি বার বার তার ডাক শুনি সে আমাকে ডাকছে বার বার ভাবি সে আমাকে কাছে টেনে বুকে নিয়েছে । সেই কাছ দীঘির তীরে ছায়া দেখি হ্যা স্পষ্ট তোমার ছায়া চমকে পিছনে ফিয়ে খুজি সারাটিক্ষন আমি তোমাকে খুঁজে ফিরি নাহ আমার মনের ভুল , সবই কি আমার মনের ভুল ?? তা যে আর বুঝি না হ্যা ক্লান্ত আমি ঘুমিয়ে যাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।