আমাদের কথা খুঁজে নিন

   

ক্লান্ত কেন

mrchy_84@yahoo.com

দূর্গম পথের পথিক নই তবু যেন ক্লান্ত কেন তব না পাওয়ার হতাশায় আমি পরিশ্রান্ত তোমায় পাওয়ার আশা আজও জাগে কেন মনে সদা সর্বদা তাই খুঁজে যাই তোমায় বিহনে কোন বাঁধায় মানছে না যেন অঝর ধারার শ্রাবণ আমার মনের গহিনে তাই আজও বহিছে প্লাবণ তুমি আমার কল্পনাতে লুকিয়ে কেন থাক অঘোরের মাঝে আমায় বন্দী করে রাখো প্রস্ফুটিত মন আমার স্নিগ্ধ সুরভিতে ভরে থাকে মনের অজান্তেই যেন কারে খোঁজে জীবনের বাঁকে ক্লান্ত কি শরীর নাকি মন তা আজো বুঝিনি নিস্তব্দ জীবনের মাঝে তোমায় আর খুঁজিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।