আমাদের কথা খুঁজে নিন

   

সব বাঘে মানুষ খায় না, কিন্তু সব আমেরিকানের বন্দুক থাকে

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

এভরি টাইগার ইজ নট আ ম্যান ইটার, বাট এভরি আমেরিকান ইজ আ গানহোল্ডার। সব বাঘে মানুষ খায় না, কিন্তু সব আমেরিকানের বন্দুক থাকে। যে দেশে প্রতি ১০০ জন মানুষের ৯০টি আগ্নেয়াস্ত্র আছে, যেখানে ব্যক্তিগত মালিকানার আগ্নেয়াস্ত্রের সংখ্যা ২৭ কোটির বেশী, সেখানকার মানুষদের কি বলবেন? যাদের ঘরে ৪০-৫০-১০০-২০০ মেয়েলোক থাকে, যারা বিখ্যাত নারীবাজ, তাদেরকে বলা হয় শেখ। তাহলে এইসব বন্দুকবাজদের কি বলবেন? মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সাম্প্রতি এ্যারিজোনা হত্যাকাণ্ডের ঠিক পরের সোমবার, ১০ই জানুয়ারী এ্যারিজোনা এবং সমগ্র দেশে কি পরিমাণ আগ্নেয়াস্ত্র বিক্রি হয়েছে, তার পরিসংখ্যান নেয়, এবং সেটা এক বছর আগের ঐ তারিখে বিক্রিত আগ্নেয়াস্ত্রের সংখ্যার সঙ্গে তুলনা করে৷ দেখা যায়, এ্যারিজোনায় আগ্নেয়াস্ত্র বিক্রি হয়েছে ৬০ শতাংশ বেশী; সারা দেশে আগ্নেয়াস্ত্র বিক্রি হয়েছে গড়ে পাঁচ শতাংশ বেশী৷ অর্থাৎ ২২-বছর-বয়সী জ্যারেড লফনার টু'সনে কংগ্রেস সদস্যা গ্যাব্রিয়েল গিফোর্ডস'কে মাথায় গুলি করার, সেই সঙ্গে ছ'জন মানুষকে হত্যা করার এবং আরো ১৩ জনকে আহত করার পর পরই লোকজনের মাথায় একমাত্র চিন্তা ছিল: এবার আগ্নেয়াস্ত্র ক্রয় সংক্রান্ত আইন আরো কড়া হবে, কাজেই আগেভাগে কিনে রাখো। বিস্তারিত পড়তে নীচের লিংক দেখুন-- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.