আমাদের কথা খুঁজে নিন

   

বনের বাঘে খায়না, মনের বাঘে খায়

সব ক'টা জানালা খুলে দাওনা...

এক লোক রাস্তার পাশে হট ডগ বিক্রি করতো। তার ব্যাবসায়ীক বুদ্ধি ভালো ছিলো। অল্প দিনেই সে বেশ উন্নতি করে ফেললো। তার দোকানের ডেকোরেশন করালো, প্রধান মেনুর সাথে এটা সেটা যোগ করে সে তার পণ্যের চাহিদা দিন দিন বাড়িয়ে তুলছিলো। এই লোক তেমন শিক্ষিত ছিলোনা, আর না সে রেডিও টিভি পত্রিকা নিয়ে মাথা ঘামাতো...তার একমাত্র ছেলেকে সে কলেজে পড়াচ্ছিলো। ছেলেটি তার কাছে থাকতোনা, থাকতো কলেজ হোস্টেলে। তো একদিন ছেলেটি কলেজ পাশ শেষে বাবার কাছে ফিরে এলো। সে দেখলো অর্থনৈতিক এই মন্দার ভেতরে তার বাবা রেস্তঁরার জন্য অযাচিত অর্থ অপচয় করছেন, অনেক বেশি লোক এখানে কাজ করছে, দোকানের বাইরে রঙচঙ্গা সাইনবোর্ড, প্রধান মেনুর সাথে অন্যান্য অনেক খাবার ফ্রী দেয়া হচ্ছে...তো এসব দেখে সে চিন্তিত হয়ে তার বাবাকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দার ব্যাপারটা জানালো... সব শুনে ঐ লোকের মনে হলো তাইতো...সে না হয় মূর্খ মানুষ, তার ছেলে তো কলেজ পড়ুয়া শিক্ষিত মানুষ, বর্তমান দিন দুনিয়ার খবর তার থেকে তার ছেলেই বেশি ভালো জানে। তো সে আস্তে আস্তে দোকানের ব্যয় কমাতে শুরু করলো, বেশ কিছু কর্মী ছাটাই করলো, যে সব খাবার ফ্রী দিতো সেগুলো বন্ধ করে দিলো, বাইরের সাইনবোর্ড সরিয়ে ফেললো... কিছুদিন পর থেকে সে খেয়াল করলো, আরে তাইতো...তার ছেলে তো সত্যি ই বলেছে...তার দোকানে তো বেচাকেনা আসলেই কমে গেছে... শেষ পর্যন্ত এই লোকের চালু ব্যাবসাও মন্দায় পতিত হলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।