আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: বাঘে ধরলে বাঘে ছাড়ে - আসেন একটা খেলা খেলি

গত ২৪ মে ২০১১ তারিখে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী প্রজন্ম লীগ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘..... আপনি দেখেননি শেখ হাসিনারে! বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা কাউরে ধরলে ছাড়ে না। ছাড়ছে! ছাড়ছে ইউনূস মিয়ারে?’ এই উক্তির মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্ত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঘের চেয়েও ভয়ংকর বলেছেন, যিনি কাউকে ধরলে আর ছাড়েন না। এখন পর্যন্ত এই বিষয়ের প্রতিবাদ করে কারোও কোন বক্তব্য পাওয়া যায়নি। তো ইতোমধ্যেই বাঘের চেয়েও ভয়ংকর এই প্রধানমন্ত্রীর শিকার হয়েছেন অনেকেই। যেমন, সুরঞ্জিত সেনগুপ্তের ভাষ্যমতে, ড. মুহম্মদ ইউনুস।

এ রকম আর কে কে প্রধানমন্ত্রীর শিকার হয়েছেন বলে আপনারা মনে করেন? কেউ কেউ মনে করতে পারেন যে, কেউই ওনার শিকার হননি। তাতে কোন অসুবিধা নাই; তিনি কোন কিছু লিখলেন না। আর যারা মনে করেন যে, কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে আমাদের বাঘের চেয়েও ভয়ংকর প্রধানমন্ত্রী ধরেছেন, তাহলে আসুন আমরা আমাদের পরিচিত ধরা-খাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটা লিস্ট করি। আমি কয়েকটি দিচ্ছি, আপনারাও যোগ করুন: ১। ড. মুহম্মদ ইউনুস ২।

শেয়ারবাজার ৩। লিমন ৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৫। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।