আমাদের কথা খুঁজে নিন

   

বাঘে মাইনষে এক ঘাটে : কিছু ছবি ও একটি লুকানো আক্ষেপ

http://www.myspace.com/423882880/music/songs/31785002

আক্ষেপের সূত্রপাত "বাঘে মাইনষে এক ঘাটে" -এ স্লোগান নিয়ে সুন্দরবনে গিয়ে দ্বিতীয়বারের মতো ঘুরে এলাম। সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী থেকে ৪দিন ধরে লঞ্চে এ ঘাট ও ঘাট। বাঘ দেখিনি, কিন্তু তার চেয়েও ভয়ংকর কিছুর চিহ্ন দেখে এসেছি। তাঁর নাম সিডর। মান্দারবাড়িয়া সমুদ্রসৈকতে দেখেছি বাঘের পায়ের কাঁচা ছাপ! ট্রলারে করে নির্জন ক্যানেলে ঘুরতে ঘুরতে দেখেছি বুনো শুয়োর।

হিরণপয়েন্টে দেখেছি হরিণ, দোবেকি ফরেস্ট অফিসের গার্ডদের মোবাইলে দেখেছি রেস্টহাউজ সংলগ্ন পুকুরে বাঘের পানি পানের দৃশ্য! মূহুর্তে মূহুর্তে চোখে পড়েছে ধ্যানী বক, বিচিত্র ধরনের বর্ণিল পাখি! দেখেছি দুবলার চরে জেলি মাছ, কাঁকড়াদের দৌড়ঝাঁপ আর এরই সাথে সিজনাল চাষীদের সহবাস! ও আক্ষেপ আশা মেটেনি। গভীর অরণ্যে গিয়ে এডভেঞ্চার হয়নি। কিছুই দেখিনি, কিছুই শুনিনি। সুন্দরবন বিশাল...বিলিভ মি! সুন্দরবন যেন এখনো আবিস্কার করা হয়নি। বাংলাদেশ এখনো জানেইনা সুন্দরবন কি জিনিস!! কিছু ছবি ব্লগার বন্ধুদের জন্য তুলে ধরা হলো।

হোপ, সবার ভালো লাগবে! আরো ছবি : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.