আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল খুন ও ডিজিটাল স্বরাষ্টমন্ত্রী



আগারগাঁওয়ে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খুনের পর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী মিয়া ও টহল পুলিশের পরিদর্শক সরোজ কুমার রায়কে বদলি করা হয়েছে। এর আগে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন ও উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানকে বরখাস্ত করা হয়। নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের পরিদর্শক সৈয়দ জিয়াউজ্জামানকে। এর আগে ৮ জানুয়ারি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজি (৬৫) সন্ত্রাসীদের গুলিতে আহত হন। একজন বড় মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের খাতায় তাঁর নাম রয়েছে। সন্ত্রাসীদের গুলিতে নিহত ফজলুল হকের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, ৮ জানুয়ারি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হলেন। এরপর আজ সন্ত্রাসীদের গুলিতে খুন হলেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফজলুল হক। পরপর দুটি ঘটনায় শেরেবাংলা নগর থানার ওসি ও একজন এসআই নিষ্ক্রিয়তার পরিচয় দিয়েছেন। তাই তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.