বাংলাদেশে এখন যে সরকার আসুক না কেন শিক্ষা খাতে সব সরকারেরই নজর ইতিবাচক। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে সরকার। বর্তমান সরকার নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে পড়ালেখার ঘোষণা দিয়েছেন। বিনামূল্যে বই ও বিতরণ করছেন।
কিন্তু অতীব দুঃখের বিষয় কিছু স্বার্থন্বেষী চক্রের কারণে বিনা মূল্যে বই ও বিনা বেতনে পড়ালেখার সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি আয়ের সুযোগ খোঁজে পেয়েছেন। যেমন- একজন ছাত্র সে যে স্কুলে পড়ালেখা করছে তাকে একই স্কুলের শিক্ষকদের কাছে বাধ্যতামূলক কোচিং করতে হবে। অন্যথায় সে পরীক্ষায় খারাপ করবে। এটাই বর্তমান শিক্ষার অবস্থা। কোচিং করা খারাপ কিছু নয়।
কিন্তু সবার সেই কোচিং ফি দেওয়া সম্ভব নয়। যেহেতু বাংলাদেশে এখনও অনেক নিুবিত্ত পরিবার রয়েছে। রয়েছে নিুবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীও। এদের অনেকের মধ্যেই লুকিয়ে আছে অদৃশ্য প্রতিভা। তারা পড়ালেখার জন্য যথেষ্ট চেষ্টা করে।
তাদের আত্মীয়-স্বজন যারা মোটামুটি শিক্ষিত তারা তাদের কাছ থেকে বিনা খরচে কোচিং কাজটা সারতে পারে কিংবা কেউ তাদের পড়ালেখায় সহযোগীতা করে। এভাবে তারা আগামীকে জয় করার স্বপ্ন দেখে। কিন্তু তাদেরকে যেভাবে বাধ্য করা হয় টাকার অভাবে অনেকে এই কোচিং ফির কারণে পড়ালেখা বন্ধ করে দেয়। ঝড়ে পড়ে অসময়ে। এই ঘটনাগুলো বিশেষ করে প্রি-ক্যাডেট স্কুলগুলোতে বেশী দেখা যায়।
যেখানে সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করছে সেখানে শিক্ষকদের এ ধরণের কার্যক্রম দুঃখজনক। তাই আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে এ ধরণের কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বন্ধ করি এসব দুর্নীতি। শিশুদের এই বয়সে বাধ্য না করে আমরা তাদের সহযোগীতা করি, যাতে তারা হতে পারে ভবিষ্যতে একেকজন গুনীজন। এতেই আমাদের দেশ উন্নত হবে।
অন্যতায় পিছনে পড়ে থাকবে অতীতের মত এ দেশ। আমরা কেউ চাইনা এ দেশ পিছিয়ে থাকুক। আমরা চাই বিশ্ব দরবারে আমাদের এ দেশ মাথা উঁচু করে দাড়াবে একদিন। সবাই একটু সচেতন হলে আমার দৃঢ় বিশ্বাস সে দিন বেশী দূরে নয়। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এ সব শিশুদের নিয়ে ভাবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।