কামরুল হাসান
আমরা সকলে যারা দেশের বাইরে থাকি, একটু সু্যোগ পেলেই বাংলাদেশের ভাল দিক গুলোকে সবার কাছে তুলে ধরতে কার্পণ্য করি না, এমনকি আমরা নিজেরাও মাঝেমধ্যে অবাক হই জাতি হিসাবে আমার কতটা গর্বিত।
আমাদের অর্জন যে অফুরন্ত তাতেও কোন সন্ধেহ নেই আর যেহেতু বিজয়ের মাস, তাই এই অর্জনের কিছুটা অংশ প্রবাসে ছোট্টদের কাছে পৌছে দেবার জন্য বিজ়য় দিবস উপলক্ষে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করি।
যেহেতু আমার এই লেখাটি অনুষ্ঠানের একটি বিশেষ অংশকে কেন্দ্র করে, তাই অন্য সকল অংশকে কাট করে সরাসরি আমার অংশে চলে যাই।
গ্রাম-গঞ্জের "যাত্রা" আমরা অনেকেই সরাসরি দেখি নাই, এমনকি আমি নিজেও কেবল মাত্র টেলিভিশনে দেখেছি। তাই "যাত্রাকে" সবার সাথে পরিচিত করে দেবার জন্যে আমাদের অনুষ্ঠানে এটি স্থান পায়।
যাত্রাটি সুষ্ঠ ভাবে পরিচালনার পেছনে অনেকেরই অবদান ছিল, যেমন ধরেন অভিনেতা,অভিনেত্রী,পরিচালক,পরামর্শক-গন এবং শব্দ ব্যবস্থাপক। অতঃপর যাত্রাটি সুন্দর ভাবে পরিচালিত হল এবং সমাপ্তি মাত্র উপস্থাপক সাহেব
মঞ্চে উঠে এলেন। তিনি যাত্রার পরিচালকে বললেন, সকল কলাকুশলিদেরকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। পরিচালক সাহেব সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন, এমতবস্থায় কেন জানি হঠাৎ করেই আমার মনে
একটি আশার সঞ্ছার হল!!! মনে মনে ভাবতে লাগলাম হয়ত পরিচালক সাহেব আমার কথাও বলবেন, কেননা আমি যাত্রাটির শব্দ ব্যবস্থাপনায় ছিলাম ।
কিন্তু হায়রে কপাল! উনি গেলেন ভুলে যেহেতু ওই সময়টাতে আমার প্রত্যাশা অনেক বেশি ছিল তাই সেই মুহুর্তে আমার চোখের জলকে ঠেকানো সম্ভব ছিলনা!!! পর মুহুর্তে সরাসরি "ওয়াশ রুম" এবং ৫ মিনিট চোখের জলে নিজেকে ভাসিয়ে শান্ত করা।
এখানে একটি কথা বলে রাখি, যেহেতু আমি পুরো অনুষ্ঠানের শব্দ ব্যবস্থাপনায় ছিলাম, তাই আমাকে মঞ্চের বাহিরে যন্ত্র পরিচালনায় বসতে হয়েছিল। তাই আমি এইখানে পরিচালক সাহেবের কোন দোষ কিংবা ত্রুটি দেখছিনা, কেননা মানুষের ভুলতো হতেই পারে।
আর তা ছাড়া আমি যদি মঞ্চে তখন উপস্থিত থাকতাম, তাহলে উনি ভুলতো করতেনই না বরং অতিব প্রশংসা করতেন।
আর এর পর মুহুর্তেই আমি নিজেকে জীবনের আরো একটি অন্যতম আত্ন উপলব্ধি উপহার দেই, আর সেটি হল আরো একটি বেশ পরিচিত উক্তি "শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্য বুঝিয়ে দাও"।
অনেক দিন এর অর্থ খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোন না
কোন কারনে পুরোপুরি বুঝিয়া উঠতে পারি নাই।
তবে চিন্তা করতাম, উপলব্ধি করতে পারতাম হয়তোবা নিজেই এর একদিন উৎকৃষ্ট উদাহরণ খুজে পাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।