আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্য ভালো,যে শিল্পী হওয়ার ট্রাই নেই নাই!!!



আজ বহু যুগ পরে হঠাৎ করে হারমোনিয়ামের সাথে কন্টাক্ট করলাম। মা-বাবা তো ভীষন রকমের যাকে বলে 'টাসকি' খাইলো। আমার মায়ের আবার গানের খুব শখ ছিল,তার শখ পূরনের দায়িত্ব আমার উপর এসে পড়ছিল!!! (এখন ওই দায়িত্ব থেকে মুক্তি পাইছি,তবে নতুন এক্টার উদয় হইসে) যাই হোক,সারেগামা করতে গিয়ে দেখি,স্বর আর বের হয়না!!! রেওয়াজ করতে করতে মনে হইল,ভাগ্য ভালো,যে শিল্পী হওয়ার ট্রাই নেই নাই!! একটা বিষয় চিন্তা করে আমাদের দেশের শিল্পীদের জন্য খুব খারাপ লাগতেছে।বিষয়টা হইল,দেশের অডিও শিল্পের বাজার। এই বাজারের যে অবস্থা,তাতে গান রিলিজ হওয়ার পরপরই সেটা নেটে চলে আসে। আমাদের আর কষ্ট করে সিডি কিনতে হয়না এখন আর। এটাও যে এক রকম 'চুরি',এই বোধটাও আমাদের বিব্রত করে না!!! শিল্পী,গীতিকার,সুরকার'_এরা এত্ত কষ্ট করে যে গান বানায়,তার সঠিক প্রতিদান কি এরা পায়!!! কি জানি!!! আসল কথা হলো,আমাদের এই নিয়া মাথা ঘামানোর কী দরকার (!!!!!),আমরা তো ফ্রী ফ্রী গান পেয়ে যাচ্ছি!!! চলুন,আমরা সবাই মজা লুটি...!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।