উপমহাদেশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছেন, দুই দেশের সামরিক বাজেট কমানোর জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের একমতে আসা উচিত।
নওয়াজ শরিফ বলেন, যতক্ষণ পর্যন্ত অস্ত্র খাতে ভারসাম্য না আসবে ততক্ষণ পর্যন্ত আঞ্চলিক শান্তি হুমকির মুখে থাকবে। আমরা শান্তি চাই এবং এ জন্য দুই দেশকে অবশ্যই সামরিক বাজেট কমাতে হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে কেউ এড়িয়ে যেতে পারবে না এবং যুদ্ধ হলে দুই দেশের জনগণই ভোগান্তির শিকার হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক প্রধানমন্ত্রী জানান, তিনি সর্বদলীয় বৈঠক করে কাশ্মীর এবং আরও কয়েকটি ইস্যুতে সমন্বিত নীতি প্রণয়ন করবেন। আফগানিস্তান ইস্যুতে পাকিস্তান কোনো ধরনের হস্তক্ষেপের নীতি নেবে না বলেও জানান নওয়াজ শরিফ। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।