সত্যের পথেয় মুক্তি রয়েছে খুজে দেখ হে পথিক তোমাদেরকে শ্রেষ্ট উম্মত হিসাবে গণ্য করা হয়েছে ,কেননা তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর বিশ্বাস আনবে,আল কুরআন সূরা আল ইমরান। এখানে সৎ কাজের এবং অসৎ কাজে নিষেধের গুণটা আগে আনা হয়েছে এবং আল্লাহর উপর বিশ্বাস আনাটা পরে বলা হয়েছে ,এর দ্বারা বুঝা যায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের দ্বারা মানুষের ঈমান মজবুত হবে,শুধু সৎ কাজের আদেশ করে যারা নিজের জান বাচানোর চেষ্টা করে এবং অসৎ কাজের নিষেধ থেকে দূরে থাকে তাদের ঈমান কিভাবে মজবুত হবে। যারা অসৎ কাজের নিষেধ থেকে শরির বাচানোর চেষ্টা করেন আপনারা কি মনে করেন, মুসলমান আলেম উলামা আপনাদের সামনে অত্যচারীত হবে শহিদ হবে আপনারা তার প্রতিবাদ না করে রাসূলের শ্রেষ্ট উম্মত হয়ে যাবেন ,এই রকম ভেবে থাকলে ভুল ভাবছেন ,রাসূল সাঃ বলেছেন কোন জাতি যদি তাদের অজ্ঞতার কারনে কোন ভুল করে তোমরা যদি বাধা না দাও তাহলে সবাই শেষ হয়ে যাবে এবং বাধা দিলে সবাই মুক্তি পেয়ে যাবে। আজকে যারা মুসলমান ও আলেম উলামাদের উপর নির্রমম অত্যচার দেখে চুপ হয়ে আছে তারা মনে করছে এই দল শেষ হলে তাদের আদর আপ্যায়ন করবে তাদের জামাই আদর করবে, না তাদের উপড় ও এই ঝড় আসবে শুধু অপেক্ষাটা বাকি সব তৈরী আছে । আজকে যারা দেশে অরাজগতা সৃষ্টি করেছে তাদের দলে যোগ দিয়ে যারা খুব শান্তি অনুভব করছেন ,আপনাদের ঘুমন্ত চোখ একটু খুলুন চেয়ে দেখুন কোন সংগ্রাম আপনাকে হাতছানি দিয়ে যাচ্ছে ।
দেশকে এত ভালবাসি দেশকে বিশ্বের সামনে উচু করতে চাই কিন্তু একটু ভেবে দেখেছি কখনো, আজকে যারা প্রতিশোধের রাজনিতি করে দেশকে কিসের অতল গভিরে নিয়ে যাচ্ছে। নিজেকে খুব দেশ প্রমিক বলে দাবি করি কিন্তু যার ভাষ্য প্রতিশোধের জন্য রাজনিতি করি তার সাথে হাত মিলিয়ে কিভাবে দেশকে উচু স্হানে নিয়ে যাওয়ার চিন্তা করছি ,আমি কেমন দেশ প্রমিক আমার উপর থুথু মারলেও দেশ প্রেমিকের মানহানি হবে । আজকে যে বিচারের রায় হয়েছে একজন আলেমের রায় হয়নি হয়েছে একজন রাজাকারের যে ৭১ মানুষ হত্যা লুন্ঠন ও ধর্ষনের সাথে জড়িত,যার নাম হল দেলওয়ার শিকদার উরফে দেইল্যা রাজাকার এই রকম বক্তব্যই ছিল বিচারকের রায় দেওয়ার সময় ,যে দেলওয়ার ১৮ বছর বয়েসে একটি সংস্হার সাথে জড়িত হয়ে মানুষের উপর জুলুম করেছে । কিন্তু আজকে যার ফাসির রায় ঘোষনা করা হল সেই দেলু এই দেলু কিনা? আমরা কখনো ভেবে দেখেছি তার অনেক দলিল প্রমান আছে, সে দাখিল পরিক্ষা দিয়েছে অবশ্যয় যুদ্ধের আগে তাদের বর্ণনা অনুযায়ী তার সার্টিফেকেটে কি দেলওয়ার শিকদারি লিখা আমি তা জানিনা আপনারা জানেন ? যদি আমি মুসলামন হয়ে থাকি তাহলে আপনারা বলেন আমি কি আল্লাহর কুরআন বিশ্বাস ও ঈমান বিশ্বাস করব নাকি মানুষের কথা । আজকে যে আলেমের ফাসির রায় হয়েছে সে কি বলে নাই আমি কুরআন ধরে শপথ করেছি আমার বিরোদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা একটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি যেন বেঈমান হয়ে মারা যায়, একজন আলেম হয়ে কুরআন ধরে শপথ করে ঈমান নিয়ে কথা বলছে আমি মুসলমান হয়ে তা অবিশ্বাস করব আপনারা বলেন, মুসলমানের ধর্ম বিশ্বাস করা অবিশ্বাস নয়।
আজকে দেশ যে অবস্হার দিকে ঠেলে দিচ্ছে তারা আপনাদের কি এখনো তাদের বিরোদ্ধে জেগে উঠার সময় হয়নি। আসুন দেশকে ভালবাসি হিংসার রাজনিতি বর্জন করি। আর যারা দেশকে এক ধ্বংসের থাবানলে ফেলে দিচ্ছে তাদের বলছি দেশে এখনো সেই ৭১ সেনা দেশ প্রেমিক রয়েছে যারা রাজনিতির জন্য লড়েনা ,লড়ে দেশের জন্য তারা অবশ্যয় জেগে উঠবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।