শুক্রবার রাজধানীর একটি হোটেলে তিনটি শ্রেণিতে অধ্যাপক আনিসুজ্জামানসহ তিনজন সাহিত্যিককে ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার -২০১২ দেয়া হয়।
বাঙ্গালী সংস্কৃতি ও অন্যান্য গ্রন্থের জন্য আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান। কবিতা ও কথা সাহিত্য শ্রেণিতে বুলবুল চৌধুরীকে (যে ঘরে লক্ষ্মী থাকে) এবং তরুণ সাহিত্যিক শ্রেণিতে শুভাসিষ সিনহাকে (কুলিমানুর ঘুম) পুরস্কৃত করা হয়েছে।
প্রবন্ধ এবং কবিতা শ্রেণিতে বিজয়ীদেরকে এক লাখ টাকা করে এবং তরুণ সাহিত্যিক শ্রেণিতে বিজয়ীকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০১১ সালে এ পুরস্কার প্রবর্তন করে ব্র্যাক ব্যাংক এবং দৈনিক সমকাল। এবারের পুরস্কারের নামকরণ করা হয়েছে প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের নামে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।