আজ থেকে ৪০ বছর আগে ঠিক এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপর থেকেই প্রতি বছরের এই দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তবে এবার আনন্দের মাত্রা একটু বেশি। ৪০তম বছর পূর্তি উপলক্ষে ৩ দিন ব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যার আজ সূচনা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই ৪০টি ফানুস উড়ানো হয়। তারপর মঞ্চে আসেন সাবিনা ইয়াসমিন। তার সুরের মায়ায় কেটে যায় আজকের সন্ধ্যা। অবশেষে কেক কাটার মধ্য দিয়ে আজকের দিনের সমাপ্তি।
আগামীকাল সেলিম আল দিন স্যারের লেখা নাকট প্রদর্শিত হবে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এবং ১৪ই জানুয়ারীতে রয়েছে রালী এবং কনসার্ট।
এবারের কনসার্টে আসছেন মিলা এবং শিরনামহীন।
আপনারা যে যেখানে আছেন সবাই আমার এই প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।