আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সোনার বাংলা ও আমাদের গৌরবের না লজ্জার সরকার...............



আমি একজন সাধারন ছাএ এবং অনিয়মিত ব্লগার, রাজনীতি নিয়ে তেমন জড়িত নই। তবে কিছু বিষয় আমার মনে প্রচণ্ড রাগের উদ্রেক করে । আজকে আমার এই লেখা প্রচণ্ড রাগের ক্ষোভের, অভিমানের, দেশপ্রেমের (হয়ত , হয়ত বা না) বহিঃপ্রকাশ। দেশেপ্রমের সঠিক সংজ্ঞা যে কি , সেটা ঐই মূহুর্তে আমার মনে পড়ছে না। তবে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট মতে দেশপ্রেম বলতে অনেক সুন্দর সুন্দর অর্থ আমার মানস চক্ষে ভেসে উঠে যেমন- সরকারের পালা বদলের সাথে সাথে দেশের অর্থনৈতিক , সামাজিক, প্রযুক্তিগত পরিবর্তনের প্রতিশ্রুতির বাস্তবায়ন সরূপ পরিবর্তন আসে বিরোধী দলীয় আমলাদের সরিয়ে সরকারী দলের আমলা ঢোকান, বিভিন্ন প্রতিষঠানে নেমপ্লেট, বযানার পাল্টিয়ে সরকারী দলের নেতা কর্মীদের নেমপ্লেট বসান।

দেশের আনাচে-কানাচে মুক্তিযুদ্ধা, ভাষা শহীদদের, সরকারী নেতাদের ভাস্কর্যয স্থাপন করা ( আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় মুক্তিযুদ্ধা, ভাষা শহীদেরা , বড় নেতারা, বুদ্ধিজীবীরা কি চেয়েছিলেন স্বাধীনতার পরে তাদের নামে বড় বড় ভাস্কর্যয হবে ,বড় বড় মাজার হবে? এটাই কি ছিল তাদের উদ্দেশয, এতে কি তাদের আত্তা শান্তি পাবে?)। যাই হোক , পরবর্তীতে আবার যখন সরকার বদল হয় ঐ সকল ভাস্কর্যয ভেঙ্গার পায়তারা চলে এবং ঐ সরকারী দলের নেতাদের ভাস্কর্য উঠানো হয়, পূর্ববর্তী সরকারের অর্ধ সম্পন্ন কাজ অকার্যকর অবস্থায় ফেলে রাখা হয়, যাতে করে ঐ সরকারের বেশী করে দুর্নাম করা যায়। এতে কী আমাদের দেশ তার আবিষ্ট লক্ষে( ডিজিটাল বাংলাদেশ) পৌঁছাতে সক্ষম হবে? এইটাই বোধয় দেশপ্রেম। ; পাঠয বই গুলো তো প্রায় প্রতি সরকারের পরিবর্তীত হয়ে আসছে। আর লোডশেডিং এর কথা বলতে গেলে ত জওয়াব নেই।

বাহ্‌ বাহ্‌ কত কিছুই ত পরিবর্তন হচ্ছে, আমাদের সরকার ত তাদের পরিবর্তনের প্রতিশ্রুতি রক্ষা করছে, কী পরিবর্তন হচ্ছে তা নিয়ে জনগণের মাথা বযাথার দরকার কী? আসলে আমাদের সরকারী দলগুলোর প্রশংসা করতে হয়। কারণ, তারা অতি দক্ষতার সাথে ব্লেমিং গেইম খেলে আমাদের মত বোকা জনগণের মাথায় কাঠাল ভেঙে খাচ্ছে। ............... ........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.