আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ি খাবি খা

ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।

বিড়ি খাবি খা মারা যাবি যা একটি সোনাপাতা বিড়ির দাম কত? মনে হয় ৫ টাকা। আমার এক পরিচিত নিম্নবিত্ত লোকের রোজ ২০ টি সোনাপাতা বিড়ি লাগে। এটা না হলে তার নাকি মাথা কিট কিট করে।

তার ভাষ্য মতে, ভাত না খেয়ে থাকতে পারব; কিন্তু সোনাপাতা বিড়ি না খেলে তার চলবে না। আমি তাকে একদিন বলেছিলাম, সোনাপাতা বিড়ি না খেয়ে এক পোয়া দুধ খান না কেন রোজ? ভদ্রলোকের সাফ জবাব, বিড়ি আর দুধ কি এক জিনিস হল মিয়া? আসলেই তাই। বিড়ি আর দুধ এক জিনিস নয়। কেউ বিড়ি বেচে দুধ কিনে খায় আর কেউ দুধ বেচে বিড়ি কিনে খায় । যারা যা নেশা।

সে যাই হোক , ঐ ভদ্রলোকের রোজ ২০ টি বিড়ি লাগে। মাসে লাগে ৬০০ টি বিড়ি। ৬০০ টি বিড়ির দাম ১২০০ টাকা । বছরে তার বিড়ি লাগে সাড়ে সাত হাজার টাকার। এই পরিমাণ টাকা সে পুড়িয়ে চাই করে দিচ্ছে।

এটা কি কম ট্র্যাজেডি? ধরে নিলাম, সে ২০ বছর বয়সে বিড়ি খাওয়া শুরু করেছে। তাহলে সে যদি ৬০ বছর বাচে তাহলে ৪০ বছরে তার বিড়ি বাবদ খরচ হবে তিন লাখ টাকা! এই টাকা অন্যের ভাল না হোক নিজের কোন ভাল কাজ তো করা যেতে পারে। অথচ আমরা অবাধে বিড়ি খেয়েই যাচ্ছি। বিড়ি খাবার কোন উপকারিতা নেই। সবই অপকারিতা।

তাহলে কেন এই ছাইপাশ খায় মানুষ? বিড়ি আনে নানান রোগ বালাই। মানুষ মরে অকালে । তাই আসুন, ধূমপান পরিহার করি। বিড়ি খাবি খা । মারা যাবি যা ।

পকেটের টাকা খরচ করে কেন মরণ কিনতে যাবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.