আমাদের কথা খুঁজে নিন

   

হাতে স্টিয়ারিং, মুখে বিড়ি, পেছনের সিটে সুন্দরী নারী। আমি এখন কিনা পারি?

সুন্দর বাংলাদেশ চাই সারাদিন ঝিরঝিরে বৃষ্টিতে রাস্তাঘাট প্যঁচপ্যাঁচ করছে। অফিস ছুটির পরে কচুক্ষেত বাজার পর্যন্ত এলাম কাদা মাড়িয়ে, এসে একটি ইজিবাইকে উঠলাম অনেকটা প্রতিযোগিতা করে। মিরপুর-১৪ নম্বর পুলিশ স্টাফ কলেজের সামনে এসে পৌছালে পেছনে একটি প্রাইভেট কার এতজোরে হর্ণ বাজাতে শুরু করলো যে মনে হচ্ছিল কানের পর্দা ফুটো হয়ে যাবে। রাস্তার একপাশ কর্দমাক্ত থাকায় স্বল্প প্রস্থের রাস্তায় চলছিল বাস,প্রাইভেটকার, রিক্সা সহ বিভিন্ন যানবাহন। এতজোরে হর্ণ বাজানো সত্বেও ইজিবাইকের ড্রাইভারের পক্ষে তাকে সাইড দেয়া পুরোপুরি অসম্ভব ছিল।

এটা দেখে প্রাইভেটকারের চালক আরো জোরে হর্ণ বাজাতে আরম্ভ করলো। একটু এগুয়ে বামে ফাকা পেয়ে প্রাইভেটকার এগিয়ে গেয়ে ইজিবাইকের সামনে নিয়ে পথ আটকে থামিয়ে দিল। দেখলাম প্রাইভেটকারের চালক এর চোখে খুনি দৃষ্টি। পেছনের সিটে বসে আছেন দুজন সুন্দরী তরুনী। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা ইজিবাইকের ড্রাইভারকে পারলে তো মেরে ফেলে "নেমে আয়, মানুষ চিনিস? জানে শেষ করে দেব" " বামে কত গাড়ি আপনি দেখছেন? সাইড দিমু ক্যামনে?" "হালার পুত।

তোরে নামতে কইছি নাম। " "ব্যবহার ভালো কইরেন। " ইজিবাইকে বসে থাকা আমিসহ সব যাত্রী নিরব, হতবাক। পেছনে জ্যাম লেগে গেছে। আর প্রাইভেটকারের লোকটা রাস্তার মাঝে দাড়িয়ে মাস্তানি করছে।

বাসায় ফেরার বাকি পথটুকু শুধু হতাশায় কেটেছে। বেটা ইজিবাইকওয়ালার জন্য কোন রাস্তা নাই। হাতে স্টিয়ারিং, মুখে বিড়ি, পেছনের সিটে সুন্দরী নারী নাই। সে কিছু পারেনা। শুধু বলতে পারে "ব্যবহার ভালো করেন।

" আর আমরা নিরব থাকি। নিরব.......................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.