আমাদের কথা খুঁজে নিন

   

দানব ব্যাঙ



নদী-নালার দেশ বলেই নানা ধরনের ব্যাঙের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। আমেরিকায় এমন অনেক ব্যাঙ রয়েছে যেগুলো দশাসই আকৃতির, মানে এতটা বড় যে, দেখলেই ভয় লাগবে। একবার এক শৌখিন পার্ক মালিক তার পার্কের পুকুরে এমন ধরনের ব্যাঙ ছেড়ে মহা বিপদে পড়েছিলেন। সেই ব্যাঙ এতই বেড়েছিল যে শেষমেশ শিকারি ভাড়া করে সেগুলো মেরে কমাতে হয়েছিল। কিন্তু এবার যে ব্যাঙের কথা বলব সেগুলো রীতিমতো দানবাকৃতির।

এ প্রজাতির ব্যাঙগুলোকে টোডজিলা বলা হয়। অস্ট্রেলিয়ায় এ ধরনের ব্যাঙ ধরা পড়েছে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে এত বড় আর বিশাল আকৃতির ব্যাঙ এর আগে কখনো দেখা যায়নি। দুটি পুকুরে দুটি ব্যাঙ দেখা গেছে। পরিবেশ বিশেষজ্ঞরা এগুলো দেখে রীতিমতো ভড়কে গেছেন।

বিষাক্ত ব্যাঙগুলো আর যাতে বংশ বিস্তার করতে না পারে তার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। বেতঝাড়ে পোকা খাওয়ার জন্য ত্রিশের দশকে হাওয়াই থেকে এই ব্যাঙ আনা হয়েছিল। সেজন্য এগুলোকে কেন টোডও বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত ব্যাঙ দিয়ে পোকা দমন সম্ভব হয়নি। এ ব্যাঙগুলো ২০.৫ সেন্টিমিটার (৮ ইঞ্চি) লম্বা হয়, ওজন ১.৯ পাউন্ড।

কুইন্সল্যান্ড থেকে এসব ব্যাঙ ছড়িয়ে পড়েছে। এগুলোর সংখ্যা বর্তমানে ২০ কোটিরও বেশি হবে বলে পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন। এগুলো এতটাই বিষাক্ত যে, এ ব্যাঙ খেলে কুমিরও মারা যাবে। এ ব্যাঙ সাপ, সরীসৃপ এসবও খেয়ে সাবাড় করছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, বাঁচতে হলে এসব ব্যাঙ মেরে সাগরে ভাসিয়ে দেওয়া উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।