আমাদের কথা খুঁজে নিন

   

দানব

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
দানব ------------------------------ ইয়েস স্যার! ইয়েস স্যার স্যার এটেন-----------শান ঠ্রাস-ঠ্রাস-ঠ্রাস -----সব গুলো বুট জেগে উঠে নিস্তব্ধ রাতের ঘুম পাড়ানীর গল্প বা গান এখানে অতীত। সৈনিকগুলো ঘুমিয়েছিল যতক্ষন ততক্ষন সবাই ছিল কারও বাবা, কারো ভাই কিংবা কারো প্রেমিক। কালো বুট গুলো যখন জেগে উঠে-হাজার ওয়াট আলো জ্বলে উঠে-যখন শক্ত হাতে রাইফেল উঠে অভিমান করে শিয়রে থাকা প্রেমিকার ছবিটি প্রীয় সন্তানের ছবিটি। আমি তখন খুব কাছ থেকে দেখি মানুষের ভেতর দানবের বসবাস। কিছুক্ষন আগে এরা ছিল সবাই কবি; চোখ বন্ধ করলেই তারা বুকে নিতে পারত কুয়াশায় ভেজা কাশ, জোনাকীর আলোয় পারি দিত কবিতার দির্ঘ পথ, পাহাড়ের গায়ে এঁকে দিত জুম। এটেন-----------শান (একটি মাত্র কমান্ড) ঠ্রাস-ঠ্রাস-ঠ্রাস -----সব গুলো বুট জেগে উঠে, সবগুলো কবি মরে যায়-সবগুলো দানব জেগে উঠে। ঠা-ঠা-ঠা- দ্রিম-দ্রিম-দ্রিম - আবারো জেনোসাইড-------------- ধ্বংসাবশেষে পরে থাকা একটি শিশুর চিৎকারে আমার ঘরে ঘুমিয়ে থাকা লক্ষীসোনার ঘুম ভাঙ্গে। ------------------------------------------------ আল্লাইয়ার [ছবির লিঙ্ক আমি নিজে]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।