আমাদের কথা খুঁজে নিন

   

দানব



এখানে নিয়মিতই প্রজাপতিরা আসে সবুজ ঘাসের ডগা, নীল ঘাসফুলের প্রান্ত ছুঁয়ে ওড়াওড়ি করে অবিরাম। শরৎ বিকেলগুলো হয়ত এমনই হয়। আগুনঝরা কোন ভরদুপুরে বৃষ্টির দাবি রাখিনি। টলমলে দিঘীর জলে হাত রেখে তপ্ত বালুর তাপ কজনা পায়? ঝরা বকুল অবলীলায় মাড়িয়ে ক্ষুধার্ত শিশুর আকুতিকে তিরস্কারে পিষে মারার সুখই বা কজনা নিতে পারে? শরৎ বিকেলে মাঝেসাঝে দু-একটা লাশ বিচ্ছিন্ন প্রত্যঙ্গ বিকৃত অঙ্গ আর দু-একশো শকুন দেখাটা কি আরো ক্ল্যাসিকাল নয়? দৃশ্যপটে ভীত প্রজাপতির আগমনটাও একটা ভালো ফিউশন! {২৭. ০৪. ২০১০}

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।