আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ছোট খাট পর্যবেক্ষন

http://www.facebook.com/doyougo

আমার বিরুদ্ধে বাসার সবারই একটা অভিযোগ আমি কথা কম বলি। আমার এটা অস্বীকার করারও কোন উপায় নাই। মাঝে মাঝে চেস্টা করি কথা বেশী বলার কিন্তু পারি না। আর যেহেতু কথা কম বলি তাই কারনে অকারনে অাউল ফাউল চিন্তা করে সময় কাটাই। আমার চিন্তা করার জন্য কোন বিষয় লাগে না।

নিতান্তই কিছু না পেলে কঠিন কঠিন সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করি ! যানি না আর কেউ এমনটা করে সময় কাটয় কিনা। এবার কিছু ছোট খাট পর্যবেক্ষন এর কথা বলি। আগে অফিসে যাওয়া আসার জন্য রেগুলার বাস চড়তাম আর ঢাকায় সাভাবিক ভাবেই ২/৩ ঘন্ট বাস এ বসে কাটতে হত। যখন এসব সিটি বাস এ উঠি প্রথমেই আমার দেখার বিষয় হল বসার মত খালি সিট আছে কিনা। না থাকলে অনুমান করার চেষ্টা করি কোন ব্যক্তিটি কাছাকাছি যায়গায় নামবে।

বেশীরভাগ সময়ই অনুমান সফল হয়। আর এইটা অনুমান করা খুব কঠিন কিছু না। সাধারনত যাদের বাস থেকে নামার সময় হয়ে যায় তারা কিছুটা ছাটফট শুরে করে। যেমন চাহুনি দরজার দিকে থাকে, একটু নেড়ে চেড়ে বসা, হাত উঠে যায় সামনের সিটে। এছাড়া খুব সহজে চোখের চাহুনি দেখও বুঝা যায়।

যারা বডি ল্যাংগুয়েছ কিভাবে পড়তে হয় জনেন তাদের জন্য এসব খুব সহজ। (How to read body language এই নামের বেশ কিছু ইবুক আছে বেশ কাজের) বাস এ চড়ার সময় সাধারনত কিছু না কিছু হকার উঠেই। কেউ হয়ত বই বিক্রি করে, কেউ পেপার, কেউ বিট লবন দেওয়া বাদাম, কেউবা চার্জ লাইট। কিছু জিনিস আছে যার জন্য রেগুলার ক্রেতা থাকে। যেমন ২/৩ টাকা দামের পেপার।

কিন্তু একটু বেশী দামী জিনষ গুলো মানুষ হঠাৎ করেই কিনে ফেলে কোন কিছু না ভেবেই। যেমন দেখা গেল একজন লোক বাস এ পকেট ডিকশেনারী বিক্রি করার জন্য উঠেছে। সে তার সভাব মতই ডিকশেনারী সম্পর্কে ক্যানভাসিং করে গেল কিন্তু একজনও বইটা কিনলনা। এমন অবস্থায় যদি আপনি একটি ডিকশেনারী আগ্রহ নিয়ে কিনে ফেলেন দেখা যাবে আপনার দেখা দেখী অনেকই কিনা শুরু করছে এবং তার সব ডিকশেনারী শেষ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে! আমি বেশ কয়েকবার এই থিউরি এপ্লাই করে দেখেছি এটা আমর ব্যাক্তিগত পর্যবেক্ষন । পথে ঘাটে চলার পথে এরকম বহু বিষয় চোখে পরে যা হয়ত আমার আপনার জন্য কোন বিষয়ই না কিন্তু যে ঐ কাজের সাথে যুক্ত তার কাছে অনেক কিছূ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।