আমাদের কথা খুঁজে নিন

   

প্রপদ এর প্রথম দফা শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

চোখ খুবলে নেয়া অন্ধকার, স্ফুলিঙ্গ জ্বেলে দাও!

গত ৫ জানুয়ারী প্রপদ এর প্রথম দফা শীত বস্ত্র বিতরণের উদ্দেশ্যে ৬ সদস্যের একটি টীম ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ৬ তারিখ সকালে নির্ধারিত স্থান কিসমত চামেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌছায়। সারাদিন এলাকার আশপাশের ৭ টি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষদের খোজে বের করে কুপন দিয়ে আসে। ৭তারিখে বিতরণের স্থান নির্বাচন করা হয় দুটি। একটি কিসমত চামেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় অপরটি লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

কিসমত চামেশ্বরী স্কুলে সকাল ১০.০০ টায় বিতরন শেষে বিকাল ২ টায় লক্ষীরহাট বালিকা বিদ্যালয়ে বিতরণ করা হয়। দুটি বিতরন স্থলে ২০০টি পরিবারের প্রায় ৬০০ জন লোকের মধ্যে গরম কাপড়, শার্ট, টি-শার্ট ও বাচ্চাদের কাপড় বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ে বিতরণ শেষে ৭ তারিখ সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশ্যে টীম রওয়ানা হয়। রাতে ফুলবাড়িতে থেকে পরদিন ৮ তারিখ পার্বতীপুরের রামচন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয় টীম। সকালে পৌছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে আশপাশের ৬ টি গ্রাম জরিপ করা হয় এবং ২০০ টি পরিবারকে পরদিন শীতবস্ত্র নিয়ে যাওয়ার জন্য কুপন প্রদান করা হয়।

৯ তারিখ সকালে খ্রিস্টান স্কুল প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ করা হয়। এখানে প্রায় ৭০০ জন লোকের জন্য সুয়েটার, শার্ট, টি-শার্ট ও বাচ্চাদের কাপড় বিতরন করা হয়। ৯ তারিখ রাতে প্রথম বিতরণ টীম ঢাকার রওয়ানা হয়ে ১০ তারিখ পৌছায়। বর্তমানে প্রপদের ২য় বিতরণটীম নীলফামারী জেলার ডোমার এ শীতবস্ত্র বিতরণের কাজ করছে। প্রপদ এর পরবর্তী বিতরণটীম সিলেট ও রংপুরের গঙ্গাছড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করবে।

শীতার্তদের পাশে দাঁড়াতে আগ্রহীদের অর্থ ও বস্ত্র দিয়ে সহযোগিতার আহবান জানাচ্ছি। যোগাযোগ করুন- প্রপদ কেন্দ্রীয় কার্যালয়: ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। মোবাইল: +৮৮০১৯১৩৩০৫২১৪ তীব্র শীতে উত্তরাঞ্চলে জনদুর্ভোগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.