আমাদের কথা খুঁজে নিন

   

সামুর এক নীতিতে আমি কতই না অসহায়

ব্লগের একমাত্র অলস ব্লগার ।

কিছুদিন হল সামুতে একজন ব্লগার হিসেবে আমার আত্তপ্রকাশ ঘটেছে । কিন্তু আসলে পূর্ণাংগ ভাবে এখনও আমার আত্তপ্রকাশ ঘটেনি শুধুমাত্র সামুর পর্যবেক্ষণ নীতির কারণে । এখনও জানিনা আমাকে কতদিন পর্যবেক্ষণে রাখা হবে । সামুর এই নীতির কারণে আমি কোন পোস্ট প্রকাশ করতে পারছি না ।

কারও কাছে হেল্প চাইতে পেরছি না । কারও পোস্টে মন্তব্যও করতে পারছিনা সামুর স্লোগান হচ্ছে বাধঁ ভাঙার আওয়াজ । তো আমার এই অবস্তা কি সামুর স্লোগান বিরোধী নয়..?? এটা কি সামুর স্ববিরোধীতা নয়...??? সামুর জন্য আমার একটা ইম্পোর্ট্যান্ট কাজ কিছুদিন পিছিয়ে গেল । অই কাজটা সামুর ব্লগারদের হেকপ ছাড়া করা সম্ভব না । কিন্তু পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত আমি কোন হেল্প চাইতে পারছি না ।

কোন হেল্প পাচ্ছি না । আমার কাজও করতে পারছিনা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.