আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘতম পাখাবিশিষ্ট পাখি

প্রতিটি ক্ষেত্রে ভালো চিন্তা ও সেই সাথে ভালো কাজ করা উচিত। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করা উচিত।

এ্যালবাট্রস (Albatross) হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পাখাবিশিষ্ট পাখি। এদের পাওয়া যায় পৃথিবীর দক্ষিন প্রান্তে অবস্থিত বিভিন্ন সাগর সমূহে। সাধারনত এদের পাখার দৈর্ঘ্য হয় প্রায় ১১ ফুট পর্যন্ত।

এরা প্রধানত মাছ খেকো পাখি। এরা একসাথে একটির বেশি ডিম পারে না। এদের প্রধান চলাচলের রাস্তা হলো এনর্টাটিকা মহাসাগর থেকে অষ্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা এবং দক্ষিন আমেরিকা পর্যন্ত। অবশ্য আফ্রিকার বিভিন্ন দেশে ম্যারাবো (Marabou) নামে এক জাতের শকুন সাদৃশ্য সাড়শ পাখির পাখাও খুব লম্বা হয়। এদের পাখাও গড়ে প্রায় ১১ ফুট পর্যন্ত লম্বা হয়।

কোনো কোনো সময় আরো লম্বা হয়। যেমন- গত ১৯৩৪ সালে মধ্য আফ্রিকায় একটি ম্যারাবো ধটা পরেছিলো যার পাখার দৈর্ঘ্য ছিলো ১৩ ফুট ৪ ইন্চি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.