বেচে থাকার কারণ খুজে চলেছি....আজ ও জানিনা গন্তব্য কোথায়!পথ আমাকে কোথায় নিয়ে যাবে...... শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা শেষের পথে। রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ আলপনার মধ্যে দেড় কিলোমিটার সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত রাস্তার একপাশে ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত উল্লেখযোগ্য সময়ের আলপনা আঁকার কাজ শেষ করা হয়েছে। শাহপরাণ হলের সামনে থেকে গোলচত্বর পর্যন্ত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় থেকে ২০১৩ সালের দ্বিতীয় মুক্তিযুদ্ধখ্যাত গণজাগরণ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার চিত্র ও আলপনার কাজ চলছে। গোলচত্বরজুড়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চিত্র ও আলপনা আঁকা হবে। সেখানে মুক্তিযুদ্ধ ও গণজাগরণকে 'বাংলার মুক্তি' শিরোনামে সমন্বয় করা হয়েছে। শুধু টু-ডাইমেনশন আলপনা এঁকে এদের আর মন ভরছেনা, গতরাত থেকে শুরু করেছে থ্রি-ডাইমেনশন আলপনা!! আজ সোমবার রাতের মধ্যে আলপনা আঁকার কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। সূএ: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।