আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তায় চলে যায়

আমার ব্যক্তিগত ব্লগ

বিড়ালটি ঠিক কোথায় পাওয়া গিয়েছিল মনে নেই। হয়তো কেউ রাস্তায় ফেলে গিয়েছিল, যতদূর মনে পড়ে আব্বা হয়তো কান্নাকাটি শুনে একে বাসায় নিয়ে এসেছিলেন। ছোট্ট, দেখতে খুবই সুন্দর একটা বিড়াল। যদি ঘর নোংরা করে ফেলে, এই ভয়ে একে প্রথমে বাসার পোর্টিকোর উপর বাগানে রাখা হলো। তবে ব্যাপারটা বোধহয় তার পছন্দ হলো না।

রাগ করে বা অতিরিক্ত কৌতুহলের বসে সে দোতলা / পো্র্টিকোর উপর থেকে রাস্তায় লাফ দিল। কিন্তু এতো ছোট যে বেশিদুর যেতে পারলো না। গেটের সামনে বসেই ম্যাও ম্যাও করতে লাগল। আব্বা নামাজে যাওয়ার পথে চিল্লাচিল্লি শুনে দেখতে পেয়ে নিয়ে এলেন। আবার আগের যায়গায় রাখা হলো, এবারও তার পছন্দ হলো না।

সে আবার লাফ দিল। হয়তো কয়েকবার এরকম করার পর আর পাওয়া গেল না। বি: দ্র: ছবিটি ব্লগার পুরাতন দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.