দেশ থেকে ফেরার পথে,ঢাকা সিটির প্রবেশের মুখেই ট্রাফিক জামের অবস্হা দেখে আমি হতবাক ! গাড়ী গুলোর হর্ন আর বাম্পারে বাম্পারে ঠেকিয়ে দাড়িয়ে একটু একটু এগুচ্ছে । ট্রাক ,লরী,কার -বাস,সি এন্ড জি ,রিক্সা গুলো পরষ্পরের মধ্যে ধাক্কা ধাক্কি এবং শ্রুতি মধুর বাক্য বিনিময়ের মধ্যে যে যার গন্তব্যের দিকে যাচ্ছে ।
শুধু মাএই ঢাকার রাজ পথেই তিন ঘন্টা সময় লেগে ছিল ,জিয়া আন্তর্জাতিক বন্দরে যেতে । মনে হয়েছে ঢাকা বাসীরা এ মূল সমস্যার সাথে একেবারে মিশে গেছেন । খবরের কাগজের , ব্লগে বা মিডিয়া গুলোতে ঢাকার এই সমস্যাটির গুরুত্ত্ব অপেক্ষাকৃত কম ।
এবং মনে হয় ক্রমশঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির ক্রান্তিকালেই স্হবির হয়ে যাবে ।
ইউরোপের ফ্রান্সে একবার এই যানজটের কারনে প্যারিসের তরুনরা রাস্তায় সরকারী গাড়ী গুলো অবরোধ করে রেখে ছিল । তখনকার সরকার সমস্যাটির গুরুত্ত্ব আরোপ করে প্যারিসের রাস্তা গুলো জাম মুক্ত করার জরুরী ব্যবস্তা গ্রহন করে ছিলেন । লন্ডন,নিউইর্য়ক,বার্লিন, বন,মাদ্রিদ,রোম, ,টোকিও, দিল্লী সহ পৃথিবীর বড় বড় শহর গুলোতে যানজটের সমস্যা আছে তবে সেগুলো নিয়ন্ত্রনের মধ্যে । আর লন্ডন শহরে তো ক্ষেএ বিশেষ এলাকায় গাড়ী গুলোর প্রবেশের জন্য সিটি কাউন্সিলের ট্যাক্স প্রদান করতে হয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।