Sun, Jan 9th, 2011 11:03 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর জন্য প্রতিশ্র"ত একশ ২০ কোটি ডলার ঋণের অর্থ ছাড় দিতে প্রস্তুত বিশ্বব্যাংক। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে সরকারের আলোচনা সম্পন্ন হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা রোববার জানান, আগামী মাসে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় পদ্মা সেতু প্রকল্প অনুমোদনের পর অর্থ ছাড় করতে সংস্থাটি তৈরি।
বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গত ৬ জানুয়ারি বাংলাদেশে আসে। সফরে তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআরডি'র অতিরিক্ত সচিব আরস্তু খান।
ওই কর্মকর্তা জানান, প্রতিশ্র"ত অতিরিক্ত ৩০ কোটি ডলার বিষয়ে পরে আলোচনা হবে।
ঋণ পাওয়ার ১০ বছর পর থেকে পরবর্তী ৩০ বছরের মধ্যে বাংলাদেশকে ওই ঋণ দশমিক ৭৫ শতাংশ সুদে শোধ করতে হবে।
পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দুশ ৯০ কোটি ডলার। এর মধ্যে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৬১ কোটি ৫০ লাখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১৪ কোটি এবং ডাপান ডেভেলপমেন্ট এজেন্সি (জাইকা) ৪০ কোটি ডলার দেওয়ার কথা।
প্রকল্পের বাকি ৬০ কোটি ডলার দেবে বাংলাদেশ।
ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্প ২০১৩ সালে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আগামী অর্থবছরে সেতুর মূল অংশের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।