আমাদের কথা খুঁজে নিন

   

সন্দেহ করা হচ্ছে ইনিই আসলে টাইগারমেট হ্যাকার

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।

টাইগারমেট নামে এক লোক কিছু দিন ধরে বাংলাদেশের নেট দুনিয়ায় এক আলোচিত নাম। একেরপর এক ওয়েবসাইট ( নাকি হোস্ট সার্ভার? ) হ্যাক করে তিনি বেশ নিন্দিত ও নন্দিত ।

গতকাল গুগল বাংলাদেশ তিনি হ্যাক করেছিলেন বলে গুজব ওঠে। লিনাক্সের বাংলাদেশী ফোরামেও তিনি কাল রাতে আক্রমন করেছেন। গতকাল এক গোপন সুত্রের মাধ্যমে তার কিছু গোপন তথ্য আমার হাত এ এসেছে। তিনি নিজেকে একজন হিডেন হ্যাকার হিসেবে দাবী করেছেন। তিনি এও বলেছেন তিনি কারো ক্ষতি করার জন্য হ্যাক করেন না।

জুলিয়ান এসেন্জের বন্ধু দাবি করে তিনি বলেছেন , " বাকশালি আমেরিকার সরকার কর্তৃক জুলিয়ান এসেন্জের হয়রানির প্রতিবাদে আমি কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে একটি মেসেজ দিয়েছি মাত্র" । , তিনি আরও বলেছেন অবিলম্বে জুলিয়ান এসেন্জ ও তার সহযোগীদের বিরুদ্ধে করা নীলক্ষেতে চটি(!) চুরি মামলা প্রত্যাহার না করা হলে তিনি সাইবার যুদ্ধ ঘোষনা করে ফ্যাসিবাদি চেতনাধারী সরকারকে উৎক্ষাত করবেন। তিনি প্রথমে কিছু রাশিয়ান হ্যাকারের সাহায্য চায় তাকে সাহায্য করার জন্য । কিন্ত তারা তার সাথে কাজ করতে অস্বীকৃতি জানান। বিস্তারি্ত এখানে।

তারপর তিনি কিছু চায়নিজ হ্যাকারদের সাথে যোগাযোগ করেন । তারা বাংলাদেশি মডেল প্রভার কিছু ভিডিও ও গায়িকা ইভা রহমানে কিছু গানের ডিভিডি এর বদলে তাকে সাহায্য করতে রাজি হন। বিস্তারিত এখানে। এরপর তিনি দেশের সাইবার জগৎএ ত্রাস রুপে হাজির হন এবং একের পর এক ওয়েবসাইটে হামলা করেন । নিচে তার একটি ছবি দেওয়া হলো : হ্যাকিং গবেষনায় ব্যাস্ত টাইগারমেট ।

নিচে ডান পাশে অস্পষ্ট ভাবে একটি লোগো দেখা যাচ্ছে। ** ব্লগারদের অনুরোধে মূল ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে। এইদিকে ইসরাইলি কিছু সংবাদমাধ্যম টাইগারমেট এর হ্যাক করা ওয়েবসাইট এনালাইসিস করে কিছু তথ্য পেয়েছেন। যেটা অনুবাদ করলে দাড়ায় : তোমরা সবাই হ্যাকিং লইয়া চিন্তা কর। ইসরাইলি সংবাদমাধ্যমের দাবি করেছেন টাইগারমেট সামু ব্লগার এমডি জাকারিয়া ! একটি বল্টু মিয়া প্রোডাকশন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।