আমাদের কথা খুঁজে নিন

   

সম্পুর্ন একটি ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব-৬)

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ

আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য আপনাকে আপনার তৈরি ওয়েবসাইটটি বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। চলুন আমরা আপনার ওয়েবসাইটটিকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কয়েকটি সার্চ ইঞ্জিনে সাবমিট করে আসি। ১.গুগল গুগলে আপনার সাইট সাবমিট করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন। এবার নিচের মত একটি উইন্ডো আসবে। আপনি ঠিক এ জায়গাটা লক্ষ্য করুন।

প্রথমে আপনাকে URL ফিল্ডটি পূরন করতে হবে। এজায়গায় আপনি আপনার ওয়েবসাইট এর ঠিকানা দিন। http:// দিতে ভুলবেন না কিন্তু। এবার আপনাকে পূরন করতে হবে Comment ফিল্ডটি পূরন করতে হবে। এ যায়গায় আপনি আপনার ওয়েবসাইটটির কী-ওয়ার্ড অর্থাৎ যেসব শব্দ দিয়ে সার্চ করলে আপনার সাইট খুজে পাওয়া যাবে তা লিখুন।

এবার ক্যপচা পূরন করুন। তারপর Add URL বাটনে চাপ দিন। ব্যস হয়ে গেল আপনার সাইট গুগলে সাবমিট। ২.ইয়াহু ইয়াহুতে আপনার সাইট সাবমিট করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন। এবার নিচের মত একটি উইন্ডো আসবে।

এবার আপনি Submit a Website or Webpage এ ক্লিক করুন। এবার নিচের গোল চিহ্নিত যায়গায় আপনার সাইটের ঠিকানা লিখুন। এবার Submit URL বাটনে ক্লিক করুন। এবার নিচের উইন্ডোটি আসবে অর্থাৎ আপনার URL টি সঠিকভাবে ইয়াহুতে সাবমিট হয়েছে। ৩.বিং (bing) বিং (bing) আপনার সাইট সাবমিট করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন।

এবার নিচের মত একটি উইন্ডো আসবে। এবার এ জায়গায় ক্যাপচা পূরন করুন। এবার নিচের চিহ্নিত যায়গায় আপনার URL টি লিখুন এবার Submit URL বাটনে চাপ দিন। এবার এই উইন্ডোটি আসবে, অর্থাৎ আপনার URL সাবমিট সফল হয়েছে। এবার বসে বসে আপনার সাইটের ভিজিটর বাড়ার হার দেখুন আর আমার জন্য মিষ্টি কিনে রেখে দিন, পড়ে একসময় এসে নিয়ে যাব।

দেখুনঃ সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ১) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ২) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৩) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৪) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৫) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৭) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৮) সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ৯)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.