বদ পোলাপাইনগুলো আমাকে শুধু শুধু মাইনাস দেয়। বেশি মাইনাস দিলে আবার চলে যাব।
ব্লগে বেশীরভাগই মাল্টিনিক ব্যবহার করে। এর দরকার আছে বলেই আমরা করি। কিন্তু দুইতিন জন ব্লগার দিনরাত এটা নিয়ে যে হারে মেতে আছে তা মোটেও ঠিক নয়।
পরিবেশবাদী পাখি ও আজিব পোলা আপনাদের সমস্যাটা কি? কে কার নিক তা নিযে আপনাদের এত মাথা গরম হয কেন। এসব বাদ দিযে আপনার দুজন নিজের চড়কায় তেল দেন কাজে দিবে।
বিশেষ করে আজিব পোলা আপনাকে বলছি আপনি প্রথম শ্রেণীর একটা স্টুপিড। একজন প্রুতিবন্ধীকে অপমান করাতেই বুঝা যায় আপনার মানসিকতা কত নীচু। সবচেযে জনপ্রিয় ব্লগার কে তা দিযে আপনার কি দরকার।
এতে করে অন্যদের অসম্মান করা হয তা বুঝেন আপনি?
যত্তোসব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।