আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রী এ মৃতু‌‌র মিছিল বন্ধ করুন

My work my life. আপনি যেহেতু আমাদের দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাই তাই আমরা সুখে-দু:খে, বিপদে-আপদে আপনার শরণাপন্নই হই। এখনো দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার শরণাপন্ন না হয়ে উপায় নেই। আপনি না দৃঢ় হাতে সবকিছু বন্ধ করলে আর কে করবে বলুন! আপনিই তো এদেশের শাসক। তাই আপনার কাছে মিনতি করছি, আপনি এই মৃতুর মিছিল শক্ত হাতে বন্ধ করুন। এ পর্যন্তর খবরে জানা গেছে মৃতের সংখ্যা ২১।

এরা সবাই এদেশের নাগরিক। পুলিশ আছে, আছে শিবির আছে, আছে সাধারণ মানুষ। আমরা এ মুত্যর মিছিল চাই না। তবে, মানবতাবিরোধীদের বিচার চাই। আর একটি হত্যাকান্ড হবার আগে রাস্তায় প্রয়োজনে সেনাবাহিনী নামান।

এ মৃতুর মিছিল বন্ধ করুন। আপনি তো, আপনজন হারানোর কষ্ট সবচেয়ে বেশি জানেন। আপনাকে বলার কিছু নেই। শিবির যারা তারা আমাদের বখে থাকা সন্তান। তাদের সৎ পথে ফিরিয়ে নেবার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

আপনাকে আর কি বলব, আপনি রাজনীতিবিদ আপনি সব বোঝেন! শুধু এ মৃত্যর মিছিল বন্ধ করুন। রক্ষা করুন দেশবাসীকে। ৬৯ এর গণঅভুত্থানে ৬ দফা দিয়েছিল এ দেশের ছাত্ররা। আর ৭১ এ আমরা দেখেনি ৩০ লাখ মানুষের লাশ, হয়েছে গণহত্যা। ২ লক্ষ নারীর উপর চলেছে পাশবিক নির্যাতন।

আসুন আমরা সেই ইতিহাসের যেন কোন পুনরাবত্তি না হয় তার সর্বাত্নক চেষ্টা করি। আপনার হাতে রাষ্ট্রর ক্ষমতা। সমস্ত ক্ষমতা প্রয়োগ করুন। পুলিশের হাতে গুলি না দিয়ে কঁাদানে গ্যাস দিন। একটি লাশ চাই না।

আমি জানি আপনি আমার মতোই লাশ মুক্ত রাজনীতি চান। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, এ মৃতুর মিছিল বন্ধ করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.