আহসান জামান
৩.
অন্ধকার নেমে এলে
বাড়ীফেরার গান গেয়ে ওঠে মন
আকাশে ভাসে অজস্র মেঘের ভেলা
হাওয়ায় উড়ে ঘুম এসে জুড়ে বসে চোখপাতায়;
কেড়ে নেয় সবকিছু, হুলুস্থুল; ক্ষণকাল উড়ান্ত অবস্বাদ।
অন্ধকার নেমে এলে; বিষণ্ন নুপুরে বেজে ওঠে
দলভাঙা গানের সুর আর যাইযাই পাখিদের কলতান।
যে কথা কেঁদে কেঁদে জড়ে করে কালের ব্যথিত কাহন;
তার পাশে ছায়া এসে বসে মায়াময় নিঃসঙ্গ অপলক।
কী খুঁজো কালের চাকায়; স্তব্ধতায় ডুবে আছে স্থবির।
দু'একটি বুনোবাতাস আলগোজে উড়ালে উঠানের ধূলি
তুমি কী কেঁপে ওঠো, খোঁজ করো তার!
সেতো ক্ষয়ে গেছে কবেকার অতীতের পথে;
খুঁজে খুঁজে ব্যর্থ করো আখিঁ।
আগের পর্ব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।