আমাদের কথা খুঁজে নিন

   

অচীন বোধের পাখি

আহসান জামান

জেনেছো কী কষ্ট অটুট; সময় ভীড়ে অতল জলে মিনতীভরা ঢেউ; নদী, তোমার কল্পজীবন; শঙ্খঘরে বাঁধা। আবাদ বুঝি অনেক হলো; বেদনা সমাহার। দীপশিখায় পুঁড়ছে স্মৃতি নতুন দিগন্ত। কবির মতো দুঃখ তোমার বিষণ্ণতার আকাশ; রবির আলোয় জেগে ওঠে; অচীন বোধের পাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।