আহসান জামান
ফেরার পথে চাবি, ফিরে এসো
আবারও ফিরে এসো; সুবর্ণ নগরের দিকে
হেঁটে যাবো দু'জনে।
হেঁটে হেঁটে বনফুলের মালায়
গেঁথে দিও স্বপ্ননদী; ছলছল জলের স্রোত;
তোমার নূপুর ছুঁয়ে টাপুর টুপুর শ্রাবণ নামুক।
বর্ষাকদমের গন্ধে সন্ধ্যা নেমে এলে
তোমার গায়ের ক্লান্তি খুলে, জোছনা আলোয়
শুকাতে দিও নিঃসঙ্গতা, আমার ছায়া।
ফেরার পথে চাবি, আমি আর ফিরতে পারছি না;
জেগে উঠছে অন্ধকার, শূন্যতার ডানায় উড়ে
আমাকে নিয়ে যাচ্ছে কেউ অচীন শহরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।