আমাদের কথা খুঁজে নিন

   

অচীন চলাচল

আহসান জামান

১. একদিন এইভাবে নিভে যাবে চোখ থেকে কেড়ে নেবে আলোর শ্রাবণ; কী এক অলস অনড় ঘুমঘোরে ডুবে যাবে স্থবির দৃশ্যপটে। জোনাকীরা জ্বলে জ্বলে ফিরে যাবে অন্ধকার বুকে নিয়ে অবশ দু'ডানায়। তাদের মায়াচোখে ভিজে যাবে পৃথিবীর স্তব্ধতা। কুয়াশাচাদর মুড়ে ভোরের রোদ্দুর অবাক হয়ে দেখে নেবে তার ঘুম। অজানা বুনোপাখির অশ্রুপাতে ডেকোনা আষাঢ়ের ঢল; পৃথিবী জাগার আগে ঢেকে দিও তার বৃদ্ধবটের পাতায়, মুছে দিও দায়ভাগ।

২. গেঁয়োপথ, একেলা মাঠ-ঘাট; একা থাকে বৃথা। পাছে পড়ে থাকে অচীন হাতছানি ডাক; কোমল মলিন। গেঁয়োমন; আড়চোখে যতটুকু দেখা, অধিক মিশেছে লাজে আর শরমের ভাঁজে। ফলাফল শূন্যসমষ্ঠিহাত; একেলা মেঘলা আকাশ। কান্না ডেকেছে বহু, নিবেদন - কী আছে ভিতরে তোমার! অবাক শশ্মান; পোঁড়ালে চিতা হবো; তামারোদ বিকাল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।