নীল আকাশে তোমাকে প্রায়ই তাকিয়ে থাকতে দেখি
কি আছে সেখানে এতো দেখো
তুমি মুচকি হেসে উত্তর দিলে
অ.....নে.....ক কিছু।
কই আমিতো কিছুই দেখিনা
এক টুকরো মেঘ খাঁ খাঁ রোদ আর শূণ্য নীরবতা ছাড়া
তুমি আবারো মাথা নেড়ে উত্তর দিলে ভালো করে দেখ পাবে
না আমি পারিনি শুন্য আকাশের অসীমতাকে ভেদ করতে।
তুমি বললে, যে আকাশ দেখতে জানে না সে ঘুমন্ত পরীদের কথা শুনতেপারেনা
যে আকাশ দেখতে জানে না সে মহাকালের কোলে মাথা রেখে ঘুমুতে জানেনা
যে আকাশ দেখতে জানে না সে দু:সময়ের মুখোমুখি হতে জানেনা
যেমনটি পারেনি অনেকেই........ পারবে ও না।
আমি আকাশের বিশালতা বুঝতে পারিনা সত্য
বুঝতে পারিনা যুদ্ধশিশুর নীল কষ্টের শাশ্বত মহাকাব্য
অথবা স্বজন হারানো নেকড়ের জাগতিক বোবাকান্না
তবে বুঝতে পারি তুমিও আকাশের মতই রহস্যময় কেউ একজন.......যে আমাদের পৃথিবীর নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।