কত কিছুইতো বলা হয়েছে শুধু হয়নি কৈশোর বয়সের
তোমার আমার রঙিন ইতিহাস।
কল্পনায় আঁকা ছবি শেষ প্রহরের আলো আঁধারি খেলা
স্মৃতির শেষ গহ্বর থেকে তুলে আনা মণি কাঞ্চন
এখন শুধুই নীল দীর্ঘশ্বাস
ভেজা রুমালের মায়াবী ঘ্রাণ আর তোমার লাজুক মুখ”ছবি
একটি চুমু দিয়েছিলাম তোমার লাল ঠোটে।
কপট রাগে ফেটে পড়া তোমার মিছে অভিমান
আমায় মহাকালের সাক্ষী করে তোলে।
এই প্রথম আদুরে আবেগ মিশ্রিত ভেজা কন্ঠে বলেছিলে আমায়
সত্যের মত বদমাশ।
সেদিন হাতে পেয়েছি মধ্যাকাশের রুপালি চাঁদকে
কাঙ্খিত তিলক নিয়ে হতে চেয়েছি বারবার তোমাদের একজন।
বিধ্বস্ত সময়ের কালো থাবাকে সামলে রঙিন হওয়ার পথ দেখিয়ে
এখন তুমিও বদমাশ আমার থেকে যোজন যোজন দূরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।