আমাদের কথা খুঁজে নিন

   

চিন্তা আসেনা ( সেকেন্ড হ্যান্ড)

কাছিম চরিত্র ধারন করিয়াছি..........

মাথার পেছনের দূর্গের পোকারা বিদ্রোহ করেছে ফ্রন্ট এখন নতুন করে উত্প্ত কিছু অনুচর পোকা প্রানপণ কূটনৈতিক পত্র আদানপ্রদানে ব্যস্ত। ওরা মাঝে মাঝে আমার সেন্ট্রাল কন্ট্রোল কে জানাচ্ছে--- ”হুজুর সব ঠিক আছে।প্লিজ মাথাটা কাটবেন না। আমি জানি কিচ্ছু ঠিক নেই অনুচর-চাটুকরদের বিচলিত পায়চারি, লাল চোখ আমাকে ভরসার জায়গা থেকে নাড়িয়ে দেয়------- হাজার হোক, একটা ই মাথা যদি বেদখল হয়ে যায়!!! আমি কিন্তু কম আত্মঘাতী নই দরকার হলে মাথাটা গোড়া থেকে কেটে দেব.. তবে শুনেছে মস্তকবিহীন দেহ পোকাদের প্রিয় খাবার, এটা একটা চিন্তার বিষয়......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।