আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেন

অবশেষে মরার ওপর খাড়ার ঘা হয়ে বাংলাদেশের অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন একের পর এক বিপদে যখন দেশের মানুষ আতঙ্কিত , তখন শোনা গেল এই ভয়াবহ দুঃসংবাদ এইবারও কি ব্লগ - ফেসবুকে ইনজেকশন, অক্সিজেন কিনবা লজ্জা নিবারণের নুন্যতম পোশাকের জন্য সাহায্যের ভিক্ষা করতে হবে ?? নাকি এবারও বড় বড় মন্ত্রীরা ' নাড়াচাড়া' তত্ত্ব কিংবা তারচেয়েও বড় কোন তত্ত্ব আবিষ্কার করবেন ?? সর্বশেষ সাভার আমাদের চোখ খুলে দিয়ে গেছে ...গণতন্ত্রের তথাকথিত মানসকন্যা আর তার দলের নেতাকর্মীরা যেভাবে অপরাধীদের বাঁচানোর জন্য উঠে পড়ে মিথ্যা কথা বলছেন , তাতে স্পষ্ট বোঝা যায় তার অবস্থান কোথায় ...আপোষহীন নেত্রী সেই কবে আপোষ করে বসে আছেন । একটা হরতাল প্রত্যাহার করে তার দায়িত্ব শেষ ...ঘটনাস্থল পরিদর্শনে এসে একটা ওষুধ , পানির বোতল কিংবা অক্সিজেনের সিলিন্ডার দেওয়ার সামর্থ্যও ছিলোনা তার ..যে অমানুষ নরকের কীট TNO পরিত্যক্ত ভবনটিকে সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা দিয়েছিল , তাকে করা হয়েছিল দুইটা তদন্ত কমিটির সদস্য সচিব ও সদস্য ! মুখোশ খুলে গেছে আরও অনেকের... তথাকথিত বদলে দেওয়ার শপথ নেওয়া প্রথম আলো তাদের তারকাদের নাচ গানে মুখর মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান স্থগিত করার অনু রোধ প্রত্যাখ্যান করেছে , উল্টা এই নিয়ে বিশাল কলামও ছাপা হয়েছে ! মোবাইল অপারেটরগুলো চুপ ছিল ... কিছু সরকারপক্ষের বুদ্ধিজীবীও চুপ ... একটা আট তলা ভবন ধ্বসে যাওয়ার ১৭ দিনেও তাদের উদ্ধারকাজ শেষ হয়না , ভবন ধ্বসে পড়ায় তাদের উদ্ধারে সরকার ব্যর্থ হলে দেশের বড় ধরনের কোন বিপদে , হোক সে মহাসেনের মত ভয়াবহ ঘূর্ণিঝড় , মাঝারি মাত্রার ভুমিকম্প কিংবা পাশের কোন দেশের সাথে আকস্মিক যুদ্ধে কিভাবে সরকার কয়েক ঘণ্টার বেশী টিকে থাকবে , এটাই এখন বড় প্রশ্ন ... আতঙ্কিত করার মত প্রশ্ন , একটা আট তলা ভবনে উদ্ধারকাজে যদি অসহায়ের মত শুনতে হয় ত্রান ও দুর্যোগ মন্ত্রানালয়ের কাছে নাকি শুকনো খাবার, স্যালাইন নেই ! যদি আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে এই মন্ত্রানালয় এগিয়েই না আসতে পারে, এই মন্ত্রানালয় থেকে লাভ কি? এরা কিভাবে এত বড় এক দুর্যোগের মোকাবেলা করবে ? আসুন .... সরকারের সাহায্যের আশায় বসে না থেকে মানসিকভাবে আমরা এখন থেকেই যতটুকু সম্ভব প্রস্তুত হই ... হাজার হোক , দেশটা আমাদেরই

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।