বাস্তবতাময় প্রকাশ্য ঝড়ের আশংকা আর তান্ডবই হয়তো এখন আমাদের নিয়তি! সেটা প্রাকৃতিকই হোক কিংবা রাজনৈতিক.....সেটা মানুষ্য সৃষ্টই হোক কিংবা স্রষ্টা প্রদত্ত... মানুষ যখন তাদের সৃষ্ট রাজনৈতিক ঝড়ে সম্পদ আর জীবনহানি ঘটায়, তখন প্রাকৃতিক তান্ডবের পূর্বাভাস দেখেও হারিয়ে ফেলে স্রষ্টার করুনা প্রত্যাশার অধিকার.... তবুও.....হে প্রভু, নিয়তি যদি হয়, দাও। পরিহাস দিয়ো না! এ ঝড়ে ভাঙ্গবে নাতো, তান্ডবকারীর লাঠি! নিভবে না তো প্রতিহিংসার আগুন! নিষ্ক্রিয় হবে না তো শোষকের বুলেট! চাপা পড়বে নাতো ষড়যন্ত্রদাতা-ইন্দ্রনদাতা-নির্দেশদাতা! যদি ভেঙ্গে যায় লাঠি, নিভে যায় আগুন, নিষ্ক্রিয় হয় বুলেট, চাপা পড়ে কিছু জারজ। তবে দাও... নিয়তি দাও...ঝড় দাও... ক্ষমা কর প্রভু, এসব তো হবে না কিছুই! পরিহাস হলো, ভাঙ্গবে সেই হাত, দিনের কঠোর পরিশ্রম শেষে যে হাত তোমার দরবারে তোলা হয়। নিভবে সেই স্বপ্ন, শত অভাব অভিযোগেও যে স্বপ্ন দরিদ্রকে বাচিয়ে রেখেছে। নিষ্ক্রিয় হবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম। চাপা পড়বে সেই দরিদ্ররাই, পরকালে যাদের হিসাব কম। আসলে ঝড়েতো উড়েনা, মরেনা মানুষ! ঝড়ে উড়ে, মরে দরিদ্র! টাকার জোড়ে যারা গড়তে পারে না প্রতিরোধের শক্ত ভিত। প্রভু, নিয়তি যদি হয় দাও। দরিদ্র মারা পরিহাস দিও না..............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।