আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গায় জঙ্গি সংগঠন হেযবুত তাওহীদের ১১ সদস্য গ্রেফতার \ অবৈধ বই, সিডি ও লিফলেট উদ্ধার

আমি পড়তে ভালোবাসি

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জঙ্গি সংগঠন হেযবুত তাওহীদের ৯ সদস্যকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ কুশোডাঙ্গা স্কুল, পিরোজপুর, ডিঙ্গেদাবাজার থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের সাথে দেখা করতে এলে আরও দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে হেলাল (২২), বাওটের আঃ বারির ছেলে শামিম (২৬), আঃ গফুরের ছেলে শাহ আলম (২৬), ইউনুচ আলীর ছেলে শরিফুল (৩৮), সিন্দুরকোটার ইকরামুল হকের ছেলে হাসমতুল্লা (১৯), মৃত. মসলেম উদ্দিনের ছেলে মিরাজুল (৪০), ছাতিয়ানের মোঃ রইসুদ্দিনের ছেলে নাজিম (৪১), আঃ কুদ্দুসের ছেলে আওলাদ (২৮), মটমুড়ার ভাদু শেখের ছেলে নবিছদ্দিন (৪০), চরগোপায়ালের আঃ কুদ্দুসের ছেলে জাহিদুল (২৭), কল্যানপুরের মাতব্বরের ছেলে আকিমুল (২৮)। গ্রেফতারকৃতদের কাছ থেকে দাজ্জাল? ১৭টি, ইসলামের ঝুপরেখা-১১টি এবং সিডি ৩৪টি এবং দলের পরিচয়পত্রসহ লিফলেট উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক হোসেন (তদন্ত) জানান, জঙ্গি সংগঠনের এসব সদস্যরা বই ও সিডি বিক্রি এবং লিফলেট বিলি করতে গেলে থানায় খবর দেয়। পরে পুলিশ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করে এবং তাদের কাছে থাকা বই, লিফলেট ও সিডি উদ্ধার করে। [ষরহশ।যঃঃঢ়://িি.িড়হহনফ.পড়স।ঠরবি ঃযরং ষরহশ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.