আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গায় দুই যুবকের জবাই করা লাশ

চাঁদাবাজির বখরা নিয়ে দ্বন্দ্বের জেরে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, সোমবার সকালে মহাজনপুর কানাই বাবুর মাঠে লাশ দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত সেলিম উদ্দিন (৩২) ও সাবুর হোসেন (২৮) দামুড়হুদার বোয়ালমারী এলাকার একটি ইটভাটায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। তাদের বাড়ি মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে। সম্পর্কে তারা খালাত ভাই।

 

মুজিবনগর থানার ওসি মিজনুর রহমান জানান, সেলিম ও সাবুরের বিরুদ্ধে সন্ত্রাসী-চাঁদাবাজির অভিযোগে দামুরহুদায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তারা কারাগার থেকে মুক্তি পেয়ে ইটভাটায় কাজ নেয়।  

দামুড়হুদার ওসি আহসান হাবিব জানান, সকালে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন।

“নিহত সেলিম ও সাবুর চিহ্নিত চাঁদাবাজ। এদের নামে থানায় বেশ কিছু মামলাও রয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.